Posts

Showing posts from May, 2023

উদ্বোধন । অভিজিৎ সরকার

Image
  উদ্বোধন   অভিজিৎ সরকার   নমস্কার।  শুরু করছি আজকের যুক্তিযুদ্ধ লাইভ সেশন । আপনাদের সাথে আমি অর্ক, সদাই সতর্ক। আর প্যানেলে আজ যথারীতি বিরোধী আর শাসক দুপক্ষেরই প্রতিনিধিরা প্রস্তুত। একদম দেরী না করে চলুন প্রথমে চলে যাই আমাদের লাইভ রিপোর্ট টীমের কাছে। ধীরভূমের একদম আনাচে এই গ্রাম ব্যোমটিলা। সেই ছবি দেখাচ্ছি আপনাদের। ক্যামেরা টীম নিয়ে যেখানে পৌঁছে গেছে আমাদের রিপোর্টার সংবেদন শীল।  সংবেদন? শুনতে পাচ্ছো আমার কথা।    হ্যাঁ, পরিষ্কার শোনা যাচ্ছে অর্কদা। কোন সন্দেহ নেই, এই এলাকায় রাস্তাঘাটের তুলনায় মোবাইল নেটওয়ার্ক অনেক বেশী তুখোড়।   খুব জরুরী তথ্য দিলে সংবেদন। যে কারণে এখন একটা বিজ্ঞাপন বিরতি নেয়াও জরুরী। দর্শক বন্ধু সঙ্গে থাকুন। ছোট্ট বিরতির পরে আমরা ফিরে আসছি আজকের মস্ত বড় স্টোরি নিয়ে। আপনার প্রিয় অনুষ্ঠান যুক্তিযুদ্ধে!  দর্শকরা হাতি ঘোড়া, ব্যাং মাথা কিছু বুঝে ওঠার আগেই অন হয়ে যায় বিজ্ঞাপন। জমকালো গান।    আহা নেটওয়ার্ক আমাদের সবখানে সেট আছে বস।  কোত্থাও ড্রপ নেই, নেই সিগন্যালে কোন লস।  আমলকি নেটওয়ার্ক -...